সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজ নিজ যোগ্যতায় ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ ও নেপালের মেয়েরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি।
টুর্নামেন্টের স্বত্ব না কেনার কারণে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি দেখার কোনো সুযোগ নেই। তবে কি স্টেডিয়ামে যাওয়া ছাড়া ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। Sportzworkz নামে একটি ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করে গ্রুপসেরা হয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নেপালও পেয়েছে ফাইনালের টিকিট। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভারত। আর তলানিতে অবস্থান ভুটানের।
ম্যাচটি সরাসরি দেখুন…
আরও পড়ুন: মেসিকে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন সাবেক ক্লাব সতীর্থ রোনালদিনহো
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৩/এসএ