চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন নিয়ে রীতিমতো ধোঁয়াশা কাজ করছে। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের কারণে এখনও বোঝা যাচ্ছে না কোথায়, কখন আয়োজিত হবে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি। কিন্তু এই দোলাচলের মাঝেই চ্যাম্পিয়ন ট্রফির অফিশিয়াল ভ্রমণ শুরু করে দিয়েছে আইসিসি।
গতকাল (শুক্রবার) পাকিস্তানের ইসলামাবাদে পাঠানো হয়েছে চ্যাম্পিয়নশিপের ট্রফিটি। আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের মাটিতে ভ্রমণ করবে ট্রফিটি। এই ১০ দিনে ট্রফিটি পাকিস্তানের মুজাফফরাবাদ, হুনজা, মুরি ও স্কারদুত নামক শহরগুলোতে ভ্রমণ করবে। তবে এবার বায়ুদূষণ এবং অন্যান্য শহরগুলোকে পর্যটনমুখী করতে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ভ্রমণ করবে না ট্রফিটি।
তবে ট্রফিটির পাকিস্তান ভ্রমণের সবচেয়ে উল্লেখ্যযোগ্য বিষয় হলো কেন্টু পাহাড় ভ্রমণ। ভ্রমণকালে বিশ্বের দ্বিতীয় উঁচু পাহাড় কেন্টুতে আরোহন করবে ট্রফিটি। ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নিতে যাওয়া সকল দেশেই পর্যায়ক্রমে ভ্রমণ করবে ট্রফিটি।
ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশেও আসার কথা রয়েছে ট্রফিটির। সেই ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ট্রফিটি। যা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রদর্শিত হবে। এই সময়কালে ট্রফিটি মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়াম, কক্সবাজার সমুদ্র সৈকতসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোতে প্রদর্শন করা হবে। এতে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা আরও বেশি উচ্ছ্বসিত হবে বলে মনে করছেন বিসিবি।
এদিকে ট্রফির ভ্রমণ শুরু হলেও এখনও কাটেনি টুর্নামেন্ট শুরুর অনিশ্চয়তা। ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে থমকে গেছে অগ্রগতি। ভারতের চাওয়া হাইব্রিড মডেল অন্যদিকে পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অটল। সবমিলিয়ে বড় বিপাকে পড়েছে আইসিসি।
এদিকে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে গেলে টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছে পিসিবি। ফলে বিশৃঙ্খলা এড়িয়ে এখন সমঝোতার পথ খুঁজতেছে আইসিসি। তার অন্যতম কারণ ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচটি যদি না হয় তাহলে বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আইসিসিকে।
তবে ভারত-পাকিস্তান দোটানার মাঝেই গুঞ্জন উঠেছে যে টুর্নামেন্ট যদি পাকিস্তান থেকে সরে যায় তাহলে সম্ভব্য ভেন্যু হিসেবে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার নাম। যা উভয় দেশের গণমাধ্যমগুলো থেকে প্রচারিত হচ্ছে।
এদিকে অনেক ভারতীয় গণমাধ্যম বলছে যে, ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান থেকে সরে গিয়ে ভারতে আয়োজিত হতে পারে। তবে এখন দেখার বিষয় আইসিসি শেষ পর্যন্ত কোন পথে আগায়। যদিও এই দ্বৈরথের মাঝেই কোনোরকম আয়োজনের নিশ্চয়তা ছাড়া পাকিস্তানে ট্রফি ট্যুরের আয়োজন করায় আইসিসির সমালোচনা করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
আরো পড়ুন : গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/এসআর