Connect with us
ক্রিকেট

অবশেষে ‘সফট সিগন্যাল’ বাতিল করছে আইসিসি

আম্পায়ারের সফট সিগন্যাল বাতিল হচ্ছে (ছবি- ক্রিকইনফো)

সফট সিগন্যাল নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক চলে আসছে। সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি ও বেন স্টোকসের মতো বিশ্বমানের প্লেয়াররা এই বিষয়ে আপত্তিও জানিয়েছেন। কয়েকজনকে এই বিষয়ে কথা বলে জরিমানাও গুনতে হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবশেষে সফট সিগন্যাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচেই সফট সিগন্যালের ইতি টানতে চলেছে অইসিসি।

নতুন নিয়মে, আম্পায়াররা রিভিউএর জন্য টিভি আম্পায়ারের কাছে যাওয়ার আগে কোনো সফট সিগন্যাল দিতে পারবেন না।

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি সফট সিগন্যালের নিয়ম বাতিল করে আইন সংশোধনের অনুমতি দিয়েছে।

সাধারণত অন ফিল্ড আম্পায়াররা কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় ভুগলে থার্ড আম্পায়ারের সহায়তা চান। কিন্তু এর আগে নিজেদের একটি সিন্ধান্ত জানিয়ে দেন। এতে থার্ড আম্পায়ার অনেক সময় দোটানায় পড়ে মাঠের আম্পায়ারের মতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত জানান। এখন থেকে মাঠের আম্পায়ারদের মতামত ছাড়াই স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবেন থার্ড আম্পায়ার। ফলে বিতর্কিত সিদ্ধান্ত অনেকেই কমে আসবে।

সফট সিগন্যালের সাথে আরও দুটি নিয়মের পরিবর্তন আনতে চলেছে আইসিসি। এর মধ্যে একটি হলো দিনের আলো কমে গেলে ফ্ল্যাড লাইটের আলোয় ম্যাচ চালিয়ে যাওয়ার এবং টেস্ট ম্যাচেও রিজার্ভ ডের প্রচলন হতে যাচ্ছে। যদিও সবগুলো বিষয়ই চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: থাইল্যান্ডে বাংলাদেশের ১৮ পদক জয় 

ক্রিফোস্পোর্টস/১৫মে২০২৩/এমবি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট