Connect with us
ফুটবল

বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করল ফিফা

বাফুফে সাধারণ সম্পাদক বু নাঈম সোহাগ (ছবি- সংগৃহীত)

আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেয়াওয়ার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

সেই সাথে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে। আজ (১৪ এপ্রিল) থেকেই শাস্তি কার্যকর হবে।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

আগামী দুই বছর আবু নাঈম সোহাগ ফুটবল বিষয়ক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

ফিফা জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে আবু নাঈমকে শাস্তির বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)।

আরও পড়ুন: রোনালদোকে কেনা আল নাসর প্রেসিডেন্টের পদত্যাগ

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৩/এমবি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল