Connect with us
অন্যান্য

বার্লিনের মাঠে সাফল্যের জোয়ার, বাংলাদেশের একাধিক সোনা জয়

Bangladesh Olimpic
বিশেষ অলিম্পিকে বাংলাদেশ দল। ছবি- গুগল

বিশেষ অলিম্পিকে বেশ সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। জার্মানির বার্লিনে চলমান অলিম্পিকের এই বিশেষ আসরে বাংলাদেশ এরই মধ্যে একাধিক স্বর্ণপদক জয় করেছে।

শুরুতে অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের দীর্ঘ জাম্পে সোনার পদক জেতেন রবিউল হক। পরর ফুটবলে ইসরায়েলের মেয়েদের হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের নারী দল।

লেভেল বি এর ফাইনাল প্লাস ও ওয়ান বিশেষ অ্যাথলেট রবিউল সোনা জেতার পর শনিবার লেভেল থ্রি’র সেভেন-এ সাইড ফুটবলে ইসরায়েলকে ২-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে বারবার গোল মুখে বল নিয়ে যায় বাংলার বিশেষ মেয়েরা। সাফল্যও পায়। পরপর দুইবার প্রতিপক্ষের জালে হল পাঠায়। আর সেটাই গড়ে দেয় সোনা জয়ের ব্যবধান।

শুধু তাই নয়, হ্যান্ডবলেও পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। মেয়েদের সেমিফাইনালে সৌদি আরবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে ফাইনালে উঠেছে ছেলেদের ভলিবল দলও। তাই এই দুই দল হারলেও পদক নিশ্চিত।

আরও পড়ুন: ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার যুবারা, প্রতিপক্ষ ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/২৫জুন২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য