Connect with us
ফুটবল

বার্সার কাছে মেসির পাওনা ৬১২ কোটি টাকা

Lionel messi
লিওনেল মেসি। ছবি- গুগল

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দুই বছর পার হয়েছে। দুবার ক্লাবও পাল্টেছেন। কিন্তু এখনো তিনি বার্সার কাছে ৬১২ কোটি টাকা পাবেন।

২০২১ সালে আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সা লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী মেসির সাথে চুক্তি নবায়ন করতে পারেনি। ফলে ফ্রি এজেন্ট হয়ে পিএসজিতে যোগ দেন লিও। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ২০২২-এর মধ্যে মেসিকে ৫ কোটি ২০ লাখ ইউরো (বাংলাদেশি ৬১২ কোটি ৪৭ লাখ টাকা) বার্সার পরিশোধ করার কথা ছিল।

কয়েক দিন আগে লা ভ্যানগার্দিয়া বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার একটি ইন্টারভিউ নেয়। সেখানে প্রশ্ন করা হয় মেসি বার্সার কাছে কোনো টাকা পাবে কিনা। প্রশ্নের জবাবে লাপোর্তার বলেন, ‘পারিশ্রমিকটা তাঁর এখনো পাওনা। আগের বোর্ড তা ঠিক করে রেখেছে এবং টাকার পরিমাণও অনেক। ২০২৫ সালে পুরোপুরি পরিশোধ করা হবে। এখন লা লিগার সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে।  ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেতে তা কোনো প্রভাব ফেলবে না। এটা এক সুসংবাদ।’

চলতি বছরেই পিএসজির সাথে দুই বছরের চুক্তি শেষ হয়েছে মেসির। পিএসজির সাথে চুক্তি নবায়ন না করে খুদে জাদুকর এবার পাড়ি জমিয়েছে ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি প্রায় হয়েছে। ধারণা করা হচ্ছে ইন্টার মিয়ামি থেকে প্রতিবছর ৫ কোটি থেকে ৬ কোটি ডলার বেতন পেতে পারেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।

আরও পড়ুন: কলকাতায় ভাঙলো মার্টিনেজের গাড়ি, ফিরতে হলো পুলিশের ভ্যানে

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল