বিপিএলের দশম আসর শেষ হতে এখন বাকি আর মাত্র একটি ম্যাচ। আর এই ম্যাচ থেকেই নির্ধারণ হবে চলতি বিপিএলের চ্যাম্পিয়ন। আগামীকাল ১ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ। যেখানে শিরোপার জন্য লড়বে গেল বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তামিম ইকবালের ফরচুন বরিশাল।
চলতি বিপিএলে কিছু ম্যাচে উইকেট নিয়ে সমালোচনা থাকলেও বেশ জমজমাট ভাবেই সম্পন্ন হয়েছে গোটা আসর। টুর্নামেন্টের সম্প্রচার মান উন্নয়নের পাশাপাশি সাকিব-তামিমের দৈরথের কারণে দর্শকদের মাঝে ছড়িয়েছে বাড়তি উন্মাদনা। যেই রেশ দেখা গেছে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে।
যেখানে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে কুমিল্লা ও বরিশালের মধ্যকার ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এদিকে বিপিএলে ইনিংস ব্রেকের সময় সাধারণত ১০ মিনিট সময় দেওয়া হলেও ফাইনাল ম্যাচের জন্য সেই সময় বাড়িয়ে করা হয়েছে ২০ মিনিট। ম্যাচে ৮টায় শেষ হওয়ার কথা ম্যাচের প্রথম ইনিংস। এতে ৮টা ২০ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হবে, আর যেখানে ম্যাচ শেষ হওয়ার কথা আছে রাত ৯টা ৫০ মিনিটে।
আরও পড়ুন: এবার নিজের কর্মকাণ্ডের জন্যে দুঃসংবাদ পেলেন রোনালদো
ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এফএএস