বিপিএলের নবম আসরের পর্দা নামছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এদিকে এর আগে দুবার কুমিল্লা শিরোপা জিতলেও এবারই প্রথম বিপিএলের ফাইনাল খেলছে সিলেট।
অপরদিকে এবারের আসরে শক্তির বিচারে কুমিল্লার চেয়ে খুব একটা পিছিয়ে নেই মাশরাফির সিলেট স্ট্রাইকারস। ভিন্ন দলের হয়ে এ পর্যন্ত মাশরাফি বিপিএলের চারটি শিরোপা জিতেছেন।
এবারের বিপিএলের ফাইনাল ম্যাচে থাকছে বড় অংকের প্রাইজমানি। আসরে এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান ক্রিকেটাররা। এছাড়া লিগ পর্বে এ পুরস্কার ছিল ১ লাখ টাকা। তবে, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা পুরস্কার।
অপরদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার আছে বড় অঙ্কের পুরস্কার। গত বছর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ২ লাখ টাকা পেলেও এবার পাবেন ১০ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডারের জন্য ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাবেন।
এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা আর রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।
আরও পড়ুন:পিএসএলে প্রথম ম্যাচে সাকিবদের শুভ সূচনা
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৩/এসএ