আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। সবগুলো দল চূড়ান্ত না হলেও প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের সূচি। সেই সঙ্গে প্রকাশ হয়েছে প্রস্তুতি ম্যাচের টিম ও ডেট। বাংলাদেশ মূল আসরে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যার একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
শুধু বাংলাদেশ নয়, প্রতিটা দলই খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৯ সেপ্টেম্বর। ওই ম্যাচে প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা এক দল। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর। ওই ম্যাচে টাইগারদের লড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এরপরই মূল আসর শুরু হবে। এর মধ্যে চূড়ান্ত হয়েছে মূলপর্বের সূচিও। আসরে রাউন্ড রবিন লিগ হওয়ায় বাংলাদেশের মোট ম্যাচ ৯টি। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সাকিব আল হাসানরা।
ভারতের মাটিতে বিশ্বকাপের ১৩তম আসর চলবে ৪৬ দিন। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ১৯ নভেম্বরের ফাইনালের মধ্য দিয়ে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সফর সূচি চূড়ান্ত, উচ্ছ্বসিত মার্টিনেজ যা বললেন
ক্রিফোস্পোর্টস/২৭জুন২৩/এসএ