ইংল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পাড়ি দিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এবারো খেলতে হয়েছে বাছাইপর্ব তবে বিশ্বকাপের মূলপর্ব থেকে বাদ পড়েছে তারা। বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ভারত বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েছে তাদের।
বাছাইপর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে শুরু থেকেই চাপে পড়েছিল ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে সুপার সিক্সের তিনটি ম্যাচই জিততে হতো তাদের। সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পরাজয় কামনা করতে হতো তাদের। কিন্তু সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ক্যারিবিয়ানরা বাকি দুই ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না। ফলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে স্কটিশরা। সমান ৬ পয়েন্টে তাদের উপরে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
আরও পড়ুন: জিম আফ্রো টি-টেন লিগে নিলামের আগেই দল পেল মুশফিক
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৩/এমএ