চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এরআগে জিম্বাবুয়েতে শুরু হয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা।
এবারের বাছাই পর্বে নানা চমক দেখেছে ক্রিকেট ভক্তরা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব থেকে বিদায় করেছে স্কটল্যান্ড। এবার সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হলো উইলিয়াম-রাজাদের।
জিম্বাবুয়ের বুলাওয়েতে আজ মঙ্গলবার বাছাই পর্বের সুপার সিক্সে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। ওই ম্যাচে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় স্কটিশরা।
আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৯ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ড। স্কটিশদের পক্ষে মাইকেল লিস্ক সর্বোচ্চ ৩৪ বলে ৪৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের বোলিং তোপের মুখে পড়ে ৪১.১ বল খেলে ২০৩ রান করে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
নিজেদের শেষ সুযোগ কাজে লাগাতে আজ মাঠে নেমেছিল স্বাগতিকরা। অপরদিকে স্কটিশদের সামনে আরো একটি সুযোগ রয়েছে। বিশ্বকাপের দৌড়ে টিকে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে তারা চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে।
ওই ম্যাচে জিতলেই ভারত বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে স্কটল্যান্ড।তবে নেদারল্যান্ড জিতলে মেলাতে হবে রানরেটের সমীকরণ। বর্তমানে জিম্বাবুয়ে ও স্কটিশদের পয়েন্ট সমান ৬ করে। তাদের চেয়ে দুই পয়েন্ট কম ডাচদের।
আরও পড়ুন: কলকাতায় ভাঙলো মার্টিনেজের গাড়ি, ফিরতে হলো পুলিশের ভ্যানে
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৩/এমএ