কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশের মেয়েরা। তবে আজ তেমন সুবিধা করে উঠতে পারেনি তারা। শ্রীলংঙ্কার বোলিং তোপে পড়ে ১৮.৩ ওভারে ১০০ রান করে অলআউট হয়ে যায় সফরকারীরা।
১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
প্রথম টি-২০ তে নিগার সুলতানার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল।
শুরুতে মোটামুটি ভালই শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। শামিমা সুলতানা ও সোবহানা মোস্তারি করেন ১৮ রান। এরপর রুবিয়া হায়দার ও মুর্শিদা খাতুন করেন যথাক্রমে ১৬, ১৪ রান। অন্যদের আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
জবাব দিতে নেমে চামারি আতাপাত্তু ৩৩, বিষমি গুনারত্নে ১২ রান করেন। এছাড়াও ৪২ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন হার্সিথা সামারাভিক্রমা। ১৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন কাভিসা দিলারি।
উল্লেখ্য, সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মে, শুক্রবার।