এক-দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩ গোলে উড়িয়ে দিয়ে সাফের সেমিতে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার রাতে ৩-১ গোলে ভুটানকে হারায় বাংলাদেশ।
এদিন ম্যাচের শুরুতেই গোল খেয়ে জেগে উঠে মোরসালিন-রাকিবরা। পাল্টা আক্রমণে প্রথমার্ধেই তিন গোলে ভুটানকে ভাসায় লাল-সবুজের জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের নাটাই নিজেদের হাতে থাকায় রক্ষণাত্মক খেলে বাংলাদেশ।
আর এতেই নির্ধারিত সময় শেষে শেষ হাসি হাসে বাংলাদেশ। দেশের হয়ে গোল করেন শেখ মোরসালিন, রাকিব হোসেন। এছাড়া অন্য গোলটি হয় আত্মঘাতী। অপরদিকে ভুটানের হয়ে একমাত্র গোলটি করেন তিসেন্দা দর্জি।
এদিকে ২০০৯ সালের পর সাফের সেরা চারে খেলার টিকেট পেল বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্টে গ্রুপের রানার্সআপ হয়েছে জামালরা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। ম্যাচটি শুরু হবে আগামী ১ জুলাই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
অপরদিকে দিনের আরেক ম্যাচে মালদ্বীপকে হারিয়ে টানা তিন জয়ে বি গ্রুপের সেরা হয়ে সেমি নিশ্চিত করে লেবানন। আগামী ১ জুলাই রাত ৮টায় ভারতের বিপক্ষে সেমিতে মাঠে নামবে দলটি।
আরও পড়ুন: মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচন, আগস্টে আসবে বাংলাদেশে
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৩/এসএ