ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তাদোরেস ও ব্যালন ডি’অর সবকিছুই জিতেছেন রোনালদিনহো। ২০১৮ সালে সব ধরনের ফুটবল থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি। তার ছেলে জোয়াও মেন্দেসে বর্তমানে খেলছেন বার্সেলোনার বয়সভিত্তিক দলে।
রোনালদিনহো ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৩ সালে। এছাড়া ক্লাব ফুটবলে তার সর্বশেষ ম্যাচটি ছিল ২০১৫ সালে। তবে এবার মাঠের লড়াইয়ে ফিরছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।
তবে এটি শীর্ষ পর্যায়ের কোনো ফুটবলে নয়, রোনালদিনহো ফিরছেন স্পেনের সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে ও জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোসের গঠিত কিংস লিগে। তিনি কিংস লিগে খেলবেন লানোসের দল প্রোসিনোস এফসিতে। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি এ দলের ম্যাচ রয়েছে আর সেই ম্যাচেই মাঠে নামবেন ব্রাজিলের সাবেক এই প্লেমেকার।
এদিকে রোনালদিনহো কিংস লিগে খেলার ঘোষণাটাও নাটকীয়ভাবে দেওয়া হয়। টুর্নামেন্টের ওয়েবসাইটে একটি ভিডিওতে দেখা গেছে, একটি রেস্তোরাঁয় বসে থাকা বার্সেলোনার সাবেক ডিফেন্ডার পিকেকে লানোস বলছেন—তার দলের আরেকজন খেলোয়াড় দরকার। কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন না।
এমন সময় পিকে রেস্তোরাঁর আরেকটি টেবিলে বসা আরেকজনকে দেখিয়ে লানোসকে বলেন, ‘আরেকজন নিয়ে নাও না। এই কেউ কি আছে? এই যে একে দিয়ে কি চলবে?’ খানিক পর পিকে আরেক টেবিলে বসা লোকটিকে ডাক দিয়ে বলেন, ‘এই যে, আপনি!’ লোকটি ঘুরে তাকানোর পর দেখা যায়, তিনি আর কেউ নন, রোনালদিনহো।’
জানা গেছে, কিংস লিগের প্রতিটি দলে ১২ জন করে খেলোয়াড় আছেন। তাদের সবাই হয় অবসরে চলে যাওয়া অথবা ফুটবল ভিন্ন অন্য কোনো জগৎ থেকে আসা। ইকার ক্যাসিয়াস, সের্হিও আগুয়েরো ও জাভি হার্নান্দেজের পর কিংস লিগে যোগ দেওয়া সর্বশেষ তারকা হলেন রোনালদিনহো।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা
ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৩/এসএ