Connect with us
ক্রিকেট

মাশরাফির সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা কুমিল্লার

মাশরাফি পরাজিত টানা দ্বিতীয় জয় কুমিল্লার
ছবি- গুগল

মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ চতুর্থ শিরোপা নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে নেমে ১৭৫ রান তুলে সিলেট। জবাবে নেমে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় কুমিল্লা।

রান তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ রানে ওপেনার সুনিল নারিন ও ২ রানে আউট হন ওপেনার ইমরুল কায়েস। এরপর জনসন চার্লসকে নিয়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন ওপেনার লিটন কুমার দাস।

এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি লিটন। আউট হন ৫৪ রানে। পরে মঈনি আলিকে সঙ্গী করে জয় নিয়েই মাঠ ছাড়েন চার্লস। ফিফটি পূরণের পর ৭৯ রানে অপরাজিত থাকেন চার্লস। আর মঈন অপরাজি থাকেন ২৫ রানে।

এর আগে মিরপুরে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লা দলনেতা ইমরুল কায়েস। প্রথম ওভারে ১৮ রান আসে। কিন্তু পরের দুই ওভারেই দুই উইকেট হারিয়ে খানিকটা চিন্তায় পড়ে দল। তৌহিদ হৃদয় শূন্যরানে ও মাশরাফি বিন মর্তুজা ১ রান আউট হন।

তবে দলকে চাপে পড়তে দেননি ওপেনার নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ঝড়ো ব্যাটিংর মাধ্যমে গড়েন ৭৯ রানের জুটি। দুজনই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান। তবে শান্ত ফেরেন ইনিংসের মাঝপথেই ৬৪ রানে ফেরেন শান্ত। পরে বার্ল ১৩, পেরেরা শূন্য, লিন্ডে ৯ রানে ও জাকির ১ রানে আউট হন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ফিফটির পূরণের পর থামেন ৭৪ রানে। মাত্র ৪৮ বলে খেলা ইনিংসটি পাঁচটি চার ও তিনটি ছয়ে সাজানো।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা, ডাক পেলেন তৌহিদ হৃদয়

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট