আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আগামী মাসের ৩০ তারিখ পিএসজি সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে। এরপর ক্লাবটির সঙ্গে নতুন করে কোন চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। তাই মেসির নতুন ঠিকানা নিয়ে চলা গুঞ্জন ডালপালা মেলে বটবৃক্ষ হয়ে গেছে। তবু থামছে না প্রেডিকশন।
এদিকে আর্জেন্টাইন অধিনায়ককেকে দলে ভেড়াতে ইতোমধ্যে সৌদির ক্লাব আল-হিলাল ইতিহাসের সর্বোচ্চ মূল্য দিতে চেয়েছে বলেও খবর বেরিয়েছে। আরবের ক্লাবটি ছাড়াও ফুটবল জাদুকরকে ফের দলে নিতে বেশ তৎপরতা চালাচ্ছে বার্সেলোনা।
অর্থের টানে ঘরের ছেলেকে ছেড়ে দেওয়া বার্সা হারে হারে টের পেয়েছে মেসির শূন্যতা। চোখের জলে বার্সা ছেড়েছিলেন মেসি, তবু বার্সার প্রতি আবেগ মেসির চিরদিনের। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নকে ঘরে ফেরায়ে যথেষ্ট অর্থ নেই স্পেনিশ ক্লাবটির কাচজে। তাই আর কোনো উপায় না পেয়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিক্রিও করে দিয়েছে বার্সা।
তবু সংকট কাটিয়ে উঠতে পারছে না স্পেনের এই জায়ান্ট ক্লাব। তাই এবার তারা আমেরিকান সকার ক্লাব ইন্টার মিয়ামির দরজায় কড়া নেড়েছে। আলোচনায়ও বসছে তারা।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ ও গোল ডটকম জানিয়েছে, বার্সা মেসিকে পেতে মিয়ামির সঙ্গে একটা কনসোর্টিয়ামে যেতে চাচ্ছে তারা। বার্সা প্রস্তাব দিয়েছে; মিয়ামি প্রথমে মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে কিনে নেবে এরপর তারা তাকে ধারে বার্সায় খেলতে পাঠাবে। এই চুক্তি হতে পারে দেড় বছরের জন্য। চুক্তি শেষে মেসি আবার পাড়ি দেবেন মিয়ামিতে।
অপরদিকে বার্সার এমন পরিকল্পনার মধ্যেই ফুট মারকাতো খবর দিয়েছে, সৌদির একটি ক্লাব দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে মেসিকে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৭৮০ কোটি টাকা। এই প্রস্তাবে মেসির বাবা জর্জ মেসি নাকি সায়ও দিয়েছেন।
আরও পড়ুন: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: শেষ ষোলতে ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিসিয়া
ক্রিফোস্পোর্টস/৩১মে২৩/এসএ