অবশেষে সব নাটকীয়তার অবসান হতে চলেছে। মেসির দুই বছরের পিএসজি অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বলে জানা গেছে। এমন তথ্যই দিয়েছে দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।
তার দেওয়া তথ্য মতে, চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাব পিএসজি ছাড়বেন বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি।
রোমানো জানান, গত এক মাস আগে মেসির বাবা জর্জ ছেলের পিএসজি ছাড়ার বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এদিকে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পেরিস সেন্ট জার্মেই-পিএসজিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন এ সুপারস্টার। দুবছরে এ ক্লাবের ৭১ ম্যাচে ৩১টি গোল করেছেন মেসি। এছাড়া ৩৪টি গোলে এসিস্ট (সহায়তা) করেছেন। ছাড়াও গত মৌসুমে লিগ ওয়ান শিরোপা জিতেছিলেন সাতবারের ব্যালন ডিঅর ও বিশ্বকাপ বিজয়ী এই তারকা।
অপরদিকে পিএসজিতে মেসিকে নিয়ে শেষ নাটকীয়তার শুরু দুসপ্তাহের বরখাস্তের ঘটনায়। এরপরই মূলইত মেসির পিএসজি ছাড়ার বিষয়টি আলোচনায় আসে। বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণের ফলে মেসির বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় ক্লাবটি।
আরও পড়ুন: কলকাতার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/৫মে২৩/এসএ