মেসির কাছে ছিল সৌদির ক্লাব আল-হিলালের পক্ষ থেকে রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব। ছিল তার সাবেক ক্লাব বার্সায় ফেরার সুযোগ। তবে সবশেষ তিনি যোগ দিয়েছেন আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে। গত বুধবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ বলেছেন, সতীর্থদের বেতন কমিয়ে বার্সায় ফিরে খারাপ মানুষ হতে চায়নি লিও। আমার মনে হয় সে নিজের অবস্থান জেনে বুঝেই মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তেভেজ আরও বলেন, মিয়ামি মেসি এবং তার পরিবারের জন্য শান্তির জায়গা। আমার মনে হয় সে তার সেরা সিদ্ধান্ত নিয়েছে।
সতীর্থদের বেতন কমিয়ে বার্সায় না ফেরার বিষয়টি মেসি নিজেই পরিষ্কার করেছিলেন। এ বিষয়ে তিনি বলেছিলেন, শুনেছি আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।
আরও পড়ুন: যে কারণে ইন্টার মিয়ামিকে বেছে নিলেন মেসি
ক্রিফোস্পোর্টস/১০জুন২৩/এমএ