ফুটবলের বিস্ময়বালক ২২ বছর বয়সী আরলিং হালান্ড। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার মাঠে নামলেই যেন গোলের বন্যা বয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ চারে ওঠার মিশনে প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।
এদিন ম্যাচের ৭৬তম মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন হলান্ড। আর এতেই অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
এক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন দখলে ছিল মোহাম্মদ সালাহ ও রুড ফন নিস্টলরয়ের দখলে।
এক মৌসুমে তারা ৪৪টি করে গোল করেন। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন হল্যান্ড। ৪৫ গোল করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন নরওয়েজিয়ান এই তারকা।
অপরদিকে এ লিগে সর্বোচ্চ গোল করার হাতছানির সামনেও দাঁড়িয়ে রয়েছেন হলান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৩০টি গোল করেন এই ফরোয়ার্ড। আর অ্যাসিস্ট করেছেন ৫টিতে।
এ মৌসুমে বাকি আছে আরও ৯টি ম্যাচ। আর এতে মাত্র ৫টি গোল করলেই প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলাদাতার রেকর্ডটিও নিজের করে নিতে পারবেন হল্যান্ড।
আরও পড়ুন: শেষ বলে ম্যাচ হারলো মুস্তাফিজের দিল্লি
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৩/এসএ