সম্প্রতি ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। সৌদির ক্লাব থেকে পাওয়া ৫০০ মিলিয়ন ইউএস ডলারের বেতনকে না বলে ৫৩.৭ মিলিয়ন ইউএস ডলার বেতনে যোগ দিয়েছে ইন্টার মায়ামিতে। যা বাংলাদেশি মুদ্রায় হয় ৫৮১ কোটি টাকা।
জানা গেছে, মেসিকে যে বেতন দেওয়া হবে তার চেয়ে বেশি বেতন পাবেন দেশটির মাত্র চার জন প্লেয়ার।
বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, মেসিকে যে বেতন দেওয়া হবে যুক্তরাষ্ট্রের লিগে খেলা অন্য কোনো প্লেয়ারকে সেই সমমানের বেতন দেওয়া হয় না।
তবে মেসির চেয়ে বেশি বেতন পান এনবিএ বা বাস্কেটবল খেলোয়াড়রা। এদের মধ্যে ডেভিড বোকার মৌসুমে ৫৬.১ মিলিয়ন ডলার, কার্ল এন্তোনি ৫৬.১ মিলিয়ন ডলার, নিকোলো জোভিক ৫৪.৫ মিলিয়ন ডলার এবং স্টিফেন গুরি ৫৩.৮ মিলিয়ন ডলার বেতন পান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে লিগ থেকে একাধিক বাণিজ্যিক চুক্তি থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করবেন মেসি।
আরও পড়ুন: প্রীতি ম্যাচ খেলতে মেসিরা এখন এশিয়ায়
ক্রিফোস্পোর্টস/১১জুন২৩/এমএ