সৌদির ক্লাব আল হিলাল কিংবা স্প্যানিশ ক্লাব বার্সেলোনা কোনোটিতেই নয়, সব গুঞ্জনের ইতি টেনে লিওনেল মেসির নতুন অধ্যায় শুরু হচ্ছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে।
বৃহস্পতিবার মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই।
মেসি বলেন, আমি এখন বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি।
এদিকে বার্সেলোনায় না ফিরে ইন্টার মিয়ামিকে বেছে নেওয়া প্রসঙ্গে তারকা এই ফুটবলার বলেন, আমি সত্যিকার অর্থেই বার্সায় ফিরতে চেয়েছিলাম। সেখানে ফিরতে পারলে আমি খুশি হতাম।
কিন্তু আমি শুনেছি আমি ফিরলে লা লিগা শর্ত অনুযায়ী বার্সেলোনাকে কিছু ফুটবলার ছেড়ে দিতে হতো। এছাড়া অনেক ফুটবলারের বেতন কমাতে হতো। এ কারণে আমি এর মধ্যদিয়ে যেতে চাইনি। আমার জন্য এমন কিছু হোক এটা আমি চাইনি।
অপরদিকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকা ফুটবলার প্রথমবারের মতো ইউরোপের বাইরের কোনো ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন। কিন্তু মেসির ইচ্ছা ছিল ইউরোপে খেলার, তবে শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিকেই বেছে নিলেন তিনি।
জানা গেছে, মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্তের পেছনে তার পরিবারও বড় ভূমিকা রেখেছে। কেননা ফ্লোরিডার লাইফস্টাইল ও কালচার লাতিন কালচারের মতোই।
আরও পড়ুন: বেনজেমার নতুন ঠিকানা আল ইত্তেহাদ
ক্রিফোস্পোর্টস/৮জুন২৩/এসএ