বছরটা ভালো যাচ্ছিল না টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। অবশেষে আইরিশদের বিপক্ষে রান খরা কেটেছে তামিমের। শুধু তাই নয়, তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫৬তম হাফ সেঞ্চুরি।
এদিকে সব শেষ ২০২২ সালের আগস্ট মাসে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অর্ধশতক করেছিলেন তামিম। এর মাঝে ৯ ইনিংস খেলে ৭ বার দুই অঙ্কের কোটা পার হন আর এক ইনিংসে অপরাজিত ৪১ রান করেছিলেন তিনি।
একদিনের ক্রিকেটে ৯ ম্যাচ পর হাসলো টাইগার ওপেনারের ব্যাট। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড এর বিপক্ষে ওয়ানডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একপ্রান্ত আগলে রেখে ৫টি চারে ৬১ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।
অপরদিকে ইনিংসের শুরুতে ১ রানেই আউট হয়ে যেতেন তামিম। জশ লিটলের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলেছিলেন টাইগার কাপ্তান। কিন্তু সহজ সেই ক্যাচ মিস করেন অ্যান্ড্রু বালবার্নি। এই সুযোগটি কাজে লাগিয়ে ৫৬তম অর্ধশতক করেন বাঁ-হাতি এই ওপেনার।
আরও পড়ুন: মৃত্যুশয্যায় বাংলাদেশের সাবেক কোচ স্ট্রিক
ক্রিফোস্পোর্টস/১৪মে২৩/এসএ