Connect with us
ফুটবল

রিয়ালের পর এবার হোঁচট খেলো বার্সেলোনা

রিয়ালের পর এবার হোঁচট খেলো বার্সেলোনা
ভায়োকানো ও বার্সেলোনা ম্যাচের একটি দৃশ্য (ছবি- গোল ডটকম)

লা লিগার এবারের মৌসুমে শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে বার্সেলোনা। গতরাতে রায়ো ভায়েকানোর কাছে হেরে সেখানে একটু আঁচড় লেগেছে।

এদিকে লিগে শুধু বার্সাই হোঁচট খায়নি, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও আগের দিন জিরোনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। যদিও এ হারে শিরোপার দৌড়ে বার্সার তেমন বড় ক্ষতি হয়নি। লিগে এ মৌসুমে বার্সেলোনার এটা তৃতীয় হার।

বুধবার ভায়েকানোর মাঠে দুই স্প্যানিশ তারকার ঝলকে ম্যাচটি ২-১ গোলে হারে বার্সা। ভায়েকানোর হয়ে বার্সার জালে গোল দুটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো গার্সিয়া ও লেফট ব্যাক ফ্রান্সিসকো গার্সিয়া। অপরদিকে বার্সেলোনার একমাত্র গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি।

ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত শটে গোল করেন ভায়েকানোর আলভারো গার্সিয়া। ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আগেই ৫৩তম মিনিটে আরেকটি গোল খেয়ে বসে বার্সা।

ম্যাচের ৮৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল পান লেভানদোভস্কি। এতে গোল ব্যবধান কমলেও শেষ পর্যন্ত ২-১ তে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে কাতালানরা।

পয়েন্ট টেবিল: লিগে ৩১ ম্যাচ খেলে তিনটিতে হেরেছে বার্সেলোনা। এতে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সা। আর সমান ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন: বেঙ্গালুরুর বিপক্ষে কাটল কলকাতার জয়খরা, এক ধাপ উন্নতি

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল