রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৪ বছরর স্মৃতি চুকিয়ে বিদায় জানানোর পরদিনই সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা।
আগামী তিন বছরের জন্য সৌদি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করেছেন ফরাসি এ স্ট্রাইকার। এর ফলে রিয়ালে সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিবেশী
হলেন বেনজেমা। একইসঙ্গে সৌদি প্রো লিগে তার প্রতিদ্বন্দ্বীও হলেন।
তবে সবার আগ্রহ কত বেতনে ইত্তিহাদে যোগ দিয়েছেন ফরাসি এই ফুটবলার? দল বদল বিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্র্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী বেনজেমা প্রতি মৌসুমে পাবেন ২০০ মিলিয়ন ইউরো।
এদিকে সৌদি ক্লাবে যোগ দিয়ে বেনজেমা বলেন, সৌদি লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ, এখানকার ফুটবলাররাও অনেক ভালো।
এদিন সাবেক সতীর্থে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বেনজেমা বলেন, ক্রিস্টিয়ানো আমার বন্ধু। সে ইতোমধ্যেই এখানে যোগ দিয়েছে। তার এখানে আসাই প্রমাণ করে সৌদি ফুটবল অনেক উন্নীত হচ্ছে।
তিনি আরও বলেন, আমি এখানেও জেতার জন্যই এসেছি, যেমনটা ইউরোপে করেছি।
আরও পড়ুন: মেসিকে ভাই ডেকে নেইমারের আবেগঘন পোস্ট
ক্রিফোস্পোর্টস/৭জুন২৩/এসএ