Connect with us
ফুটবল

রোনালদোকে কেনা আল নাসর প্রেসিডেন্টের পদত্যাগ

মুসাইলি আল মুয়াম্মার ও ক্রিস্টিয়ানো রোনালদো (ছবি- গুগল)

একে একে শেষ হতে চলেছে মৌসুম কিন্তু আল নাসরকে এবার খালি হাতে ফিরতে হচ্ছে তা এক প্রকার নিশ্চিত। সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে দুই নম্বর আর সৌদি কিং কাপ অব চ্যাম্পিয়ন্সে সেমিফাইনালে বিদায়। এছাড়া সৌদি সুপার কাপ শেষ হয়েছে শেষ চারে। এ মৌসুমে কিছুই জেতা হচ্ছে না আল নাসরের।

এমন হতাশা থেকে ব্যর্থতার দায় নিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট মুসাইলি আল মুয়াম্মার পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর-সৌদি গেজেত্তা।

সৌদি গেজেত্তার খবরে বলা হয়, সাফল্যের নিশ্চয়তা দিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ইতিহাসের সর্বোচ্চ দামে সৌদি লিগে এনেছিলেন মুসাইলি। এবার ব্যর্থতার দায় নিয়ে তিনিই পদত্যাগ করলেন।

জানা গেছে, মুসাইলির পদত্যাগপত্র গ্রহণ করে এ মৌসুম শেষের আগেই নতুন সভাপতি নিয়োগ করতে পারে ক্লাবটি।

এদিকে রোনালদো প্রো লিগে যোগ দেওয়ার পর শুরুর দিকে কিছু কিছু ম্যাচে ঝলক দেখালেও টানা হারে হতাশ ক্লাব কর্তৃপক্ষ ও ভক্তরা। দুটি সেমিফাইনালে হারের সাক্ষী হয়েছেন তিনি। এছাড়া লিগে বর্তমান মৌসুমে তিনটি হার ও পাঁচ ম্যাচে ড্র করেছে আল নাসর।

অপরদিকে শুধু ফলাফলেই নয় রোনালদোর আচরণেও হতাশ হচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ ও ভক্তরা। এছাড়া এর আগে আল নাসর কোচ রুডি গার্সিয়া চাকরি হারিয়েছেন। এবার ক্লাব থেকে সরে দাঁড়ালেন সভাপতি। 

আরও পড়ুন: রোনালদোদের ম্যাচসহ টেলিভিশনের পর্দায় আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল