সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সেনেগাল তারকা সাদিও মানে। বায়ার্ন মিউনিখ থেকে তাকে দলে ভেড়াতে ৩ কোটি ইউরো বা ২৭২ কোটি ১৭ লক্ষ টাকা খরচ করেছে সৌদি ক্লাব আল নাসের।
তিন মৌসুমের জন্য সৌদি ক্লাবটির সাথে চুক্তি করেছেন মানে। ক্লাবের ১০ নাম্বার জার্সিটিও তার হাতে তুলে দেয়া হয়েছে।
২০০২ সালে লিভারপুল থেকে লেওয়ান্ডস্কির বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছিলো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে, চোটের কারনে তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি মানে। ৩৮ ম্যাচে তার গোল মাত্র ১২টি। বায়ার্নের হয়ে শুধু লিগ শিরোপার দেখা পেয়েছিলেন এই লিভারপুর সুপারস্টার। চোটের কারনে ছিটকে গিয়েছিলেন কাতার বিশ্বকাপ থেকেও।
স্কাই জার্মানির সঙ্গে কথা বলতে গিয়ে মানে জানান, ‘বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি এভাবে বায়ার্ন থেকে বিদায় নিতে চাইনি।’ বায়ার্ন থেকে যে তিনি হাসিমুখে বিদায় নিতে পারলেন না, সেটিও ভাবাচ্ছে মানেকে। তবে নতুন ক্লাবে নতুন ভাবে শুরু করতে চান তিনি। আল নাসেরে যোগ দেওয়ার পর ক্লাবটির সোশ্যাল মিডিয়াতে সমর্থকদের উদ্দেশে ভিডিয়ো বার্তায় দিয়েছেন মানে। সেখানে তিনি বলেছেন, সৌদি আরবে এই ক্লাবের যোগ দিতে তাঁর তড় সইছে না। তিনি বলেন, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার।’মানেকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিলো চেলসি ও জুভেন্তাস তবে বছরে ৪ কোটি ইউরো এবং বোনাস ১ কোটি ইউরোতে আল-নাসেরে যোগ দিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন এই তারকা।
আরও পড়ুনঃআজ বিসিবির সাথে আলোচনায় বসবেন তামিম
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৩/এমএইচ