কাতার বিশ্বকাপে শেষ ষোল ও কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে সিআরসেভেনকে মাঠে নামানো হলেও মরক্কোর শক্তিশালী ডিফেন্স ভাঙতে পারেননি। এ থেকেই কাতার বিশ্বকাপ শেষ হয় পর্তুগালের।
পরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল ও বিশ্বকাপের পর ৩৮ বছর বয়সী রোনালদো ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি রেকর্ড দামে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।
এদিকে এবার প্রশ্ন; রোনালদো কী জাতীয় দলে খেলবেন কিংবা জায়গা পাবেন?
অপরদিকে পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ কী তাকে পরিকল্পনার অংশ করবেন? এর উত্তর দ্রুতই জানা যাবে।
তবে সংবাদ মাধ্যম দি অ্যাথলেটিক জানায়, আসন্ন ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চলতি মার্চেই পর্তুগাল দুটি ম্যাচ খেলবে। প্রথমটি লিচেনস্টাইনের বিপক্ষে ২৪ মার্চ ও আরেকটি আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭ মার্চ। ওই দুটি ম্যাচে রোনালদোকে দলে রাখতে পারেন পর্তুগালের কোচ রর্বাতো মার্টিনেজ।
দি অ্যাথলেটিকের মতে, অভিজ্ঞ রোনালদোর সঙ্গে তার পরিকল্পনার বিষয়ে ইতোমধ্যেই মার্টিনেজ কথা বলেছেন।
অপরদিকে এর আগে পর্তুগাল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে মার্টিনেজ জানিয়েছিলেন, খেলা না খেলার বিষয়টি পুরোটা নির্ভর করছে রোনালদো কী ভাবছেন তার ওপর।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সতীর্থদের নিয়ে যা বললেন মিরাজ
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৩/এসএ