এস্পানিওলকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করে লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। রবিবার রাতে এস্পানিওলকে ৪-২ গোলে উড়িয়ে লিগ শিরোপা জয় করল জাভির শিষ্যরা। চার গোলের দুটি গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি।
এদিন ম্যাচের মাত্র ১১তম মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন লেভানডফস্কি। এরপর ২০ মিনিটের মাথায় বালদের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। পরে বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন লেভানডফস্কি। এই গোলে কাতালদের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পায় বার্সা। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান কুন্দে।
এরপরই ঘুরে দাড়ায় এস্পানিওল। ম্যাচের ৭৩ মিনিটে দলটির হয়ে জাভি পুয়াডো গোল করে ব্যবধান কমান। যদিও আর কোনো কাউন্টার অ্যাটাকে যেতে পারেনি দলটি। কিন্তু ম্যাচের বাড়তি সময়ে জোসেলুর গোলে হারের ব্যবধান কমায় দলটি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে বড় জয়ে ট্রফি নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এদিকে এই জয়ে ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। এমন অবস্থায় জিতলে কোনো হিসাব ছাড়াই লা লিগার শিরোপা যাবে বার্সেলোনার কাছে— এমন সমীকরণেই রবিবার মাঠে নামে কাতালনরা।
অপরদিকে মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে থাকলেও এই ধারা ধরে রাখতে পারেনি। এই সুযোগে বার্সা কোচ জাভির দূরদর্শী কোচিং আর তরুণ-অভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে যায় দলটি। বার্সার হয়ে কোচ জাভির এটি দ্বিতীয় শিরোপা। ২০২১ সালে তিনি দায়িত্ব নেওয়ার পর সুপারকোপা জেতে কাতালানরা। এবার জিতল স্প্যানিশ লা লিগার শিরোপা।
প্রসঙ্গত, লা লিগায় এ পর্যন্ত সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তারা ৩৫ বার চ্যাম্পিয়ন হয় যেখানে বার্সা শিরোপা জিতেছে ২৭টি। শিরোপা জয়ের দিক থেকে কাতালানদের অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান যুবাদের ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/১৫মে২৩/এসএ