বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে পিএসজির জার্সি গায়ে সেরা ফর্মে আছেন। শুধু তাই নয়, লিগ ওয়ানে দুর্দান্ত খেলে নিজ ক্লাবের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন।
আর এর প্রতিদানও পেয়েছেন; ফ্রান্সের এই স্ট্রাইকার। টানা চতুর্থ বারের মতো ফরাসি লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। আর এতেই গড়েছেন ইতিহাস। রেকর্ড টানা চারবার সেরা খেলোয়াড় এর আগে কখনো কেউ হননি।
জানা গেছে, ২৯ বছর আগে ১৯৯৪ সাল থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছে লিগ ওয়ান। এতে টানা তিনবার এ পুরস্কার জিতেছেন পিএসজির সাবেক ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ। এবার তার সেই রেকর্ড বুকে নিজের নাম লেখালেন পিএসজিরই আরেক ফরোয়ার্ড এমবাপ্পে। পুরো মৌসুমে ২৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে তিনি।
সম্মানজনক এ পুরস্কার জয়ের পর এমবাপ্পে বলেন, ‘ লিগ ইতিহাসে নিজের নাম লিখতে চেয়েছিলাম কিন্তু এতো দ্রুত স্বপ্নপূরণ হবে ভাবিনি।’
বাকি পুরস্কার যারা পেলেন;
বর্ষসেরা কোচ: ক্লাব লেন্সের ফ্রাঙ্ক হাইস।
সেরা গোলরক্ষক: লেন্সের ব্রাইস সাম্বা।
তরুণ খেলোয়াড়: পিএসজির নুনো মেন্ডেস।
আরও পড়ুন: মরুর বুকে দুঃসহ এক রাত পার করলেন রোনালদো
ক্রিফোস্পোর্টস/২৯মে২৩/এসএ