আইপিএল লিটন দাস, কথা ছিল সাকিব-লিটন দুজনই কলকাতার হয়ে আইপিএল মাতাবেন। তবে মাঝ পথে সাকিব নিজেকে সরিয়ে নিলেও গতকাল কলকাতা শিবিরে যুক্ত হয়েছেন টাইগার ওপেনার লিটন দাস।
এদিকে প্রথমবারের মতো আইপিএল খেলতে ভারতে গেছেন লিটন। জাতীয় দলের সতীর্থের আইপিএল অভিজ্ঞতা নিয়ে নিজের কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশের কাপ্তান সাকিব আল হাসান।
আজ রাজধানীতে মোহামেডান ক্লাবের ইফতার আয়োজনে অংশ নিয়ে লিটনকে নিয়ে কথা বলেন সাকিব।
তিনি বলেন, আইপিএল নিয়ে লিটনের সঙ্গে কোনও কথা হয়নি, কোনও পরামর্শও দেইনি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক বেশি অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতাটা হবে, সেটা আসন্ন বিশ্বকাপে দলের কাজে লাগবে।
এছাড়া ও যদি কেকেআর একাদশে সুযোগ পায়, আমি চাইবো ও যেন খেলাটা উপভোগ করে। প্রথম অভিজ্ঞতা এটাকে চাপ হিসেবে না নিয়ে যদি ও উপভোগ করতে পারে, ওর মতো করে খেলতে পারে তাহলে সফল হবে।
অপরদিকে আয়ারল্যান্ড সিরিজ শেষে সাকিব এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলছেন। এছাড়া আগামী মাসেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের।
আসন্ন এই সিরিজ নিয়ে সাকিব বলেন, আগে তাদের বিপক্ষে খেলেছি ওখানে ৩-০ তে বাংলাদেশ জিতেছে। এবার চেষ্টা থাকবে একই ফল যেন হয়।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, দিল্লির একাদশে মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৩/এসএ