ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের মাঝ পথে পারিবারিক জরুরি প্রয়োজন দেখিয়ে দেশে ফিরেছেন লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার আইপিএল খেলতে যান এই টাইগার ক্রিকেটার।
নানা নাটকীয়তার পর কলকাতার জার্সিতে অভিষেক হলেও সেই ম্যাচে ব্যাটিং ও উইকেট কিপিংয়ে ব্যর্থতার ফলে বাদ পরেন তিনি। সাইড বেঞ্চে বসেই সময় কাটছিল তার। হঠাৎ শুক্রবার তার দেশে ফেরা এখন দেশে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রে। বলা হচ্ছে আর এর মধ্য দিয়েই শেষ হলো লিটনের এবারের আইপিএল অধ্যায়।
এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ৯ এপ্রিল কলকাতায় উড়াল দেন লিটন। কেকেআর শিবিরে যোগ দিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান বাংলাদেশি এই তারকা ক্রিকেটার।
গুঞ্জন আছে, এ আসরে কলকাতায় আর পাড়ি জমানো হচ্ছে না লিটনের। কারণ আগামী ৫ মে ইংল্যান্ডের চোমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দলে যোগ দেওয়ার কথা তার।
১৯ দিনের আইপিএল মিশনে দলের সঙ্গে থাকায় লিটন পুরো টাকা পাবেন কি না, বা বেতন কাটা হবে কীনা তা নিয়ে আগ্রহ এখন লিটন ভক্তদের মনে।
যে পরিমাণ টাকা পাবেন লিটন
আইপিএলের মিনি নিলামে ৫০ লাখ রুপিতে লিটনকে দলে ভিড়িয়েছিল কেকেআর। পাঁচ ম্যাচ দলের সঙ্গে ছিলেন লিটন। এর মধ্যে শুধু দিল্লির বিপক্ষে খেলেছেন এই টাইগার।
আইপিএলের নিয়মে, কোনো ক্রিকেটার যদি দেশের খেলার কারণে পুরো সিজন দলের সঙ্গে না থাকতে পারেন, তবে তাকে পুরো বেতন দিতে বাধ্য নয় ফ্র্যাঞ্চাইজি। সে ক্ষেত্রে যতগুলো ম্যাচে তাকে পাওয়া গেছে ততগুলো ম্যাচের জন্যই তাকে টাকা দেওয়া হবে।
জানা গেছে, কোয়ালিফায়ার বাদ দিয়ে ১৪টি ম্যাচের জন্য লিটনকে ৫০ লাখ রুপিতে কিনেছিল কেকেআর। সে অনুযায়ী, প্রতি ম্যাচে লিটনের পাওনা হয় আনুমানিক সাড়ে তিন লাখ রুপি। তবে লিটন যেহেতু পাঁচ ম্যাচে কেকেআরে ছিলেন, তাই তিনি প্রায় সাড়ে ১৭ লাখ রুপির পেতে পারেন।
তবে সেই টাকা থেকে কর বাবদ কেটে অর্থ কেটে নেওয়া হবে। তাই লিটন সর্বমোট কত টাকা পাবেন, তা ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের বোঝাপড়ার ওপর নির্ভর করছে।
আরও পড়ুন: হঠাৎ দেশে ফিরলেন লিটন
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৩/এসএ