Connect with us
ক্রিকেট

শোয়েব আলীকে হেয় করার ঘটনায় ক্ষমা চাইলেন ভারতীয় ভক্তরা

শোয়েব আলী। ছবি- গুগল

গত ১৯ অক্টোবর পুনেতে অনুষ্ঠিত হয় ভারত-বাংলাদেশ ম্যাচ। সে ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারের স্বাদ পায় বাংলাদেশ। সেই ম্যাচেই স্টেডিয়ামে ভারতের ভক্তদের দ্বারা হেনস্তার স্বীকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় ভক্ত হিসেবে পরিচিত শোয়েব আলী। এক দল ভারতীয় ভক্ত তাকে হেয় করেছে এবং তার কাছে থাকা খেলনা বাঘ কেঁড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে।

নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে শোয়েব লেখেন, ভারতের ভক্তরা তার সাথে এমন আচরণ করতে পারে, তা সে কল্পনাও করতে পারেনি। তাদের এমন আচরণে শোয়েব বিস্ময় প্রকাশ করেন।

ক্যাপশনে শোয়েব লেখেন,’ ভারতীয়দের থেকে এমন আচরণ আমি আশাই করিনি। তাদের আইকনিক ফ্যান সুধীর-বাবুরামরাও তো বাংলাদেশে খেলা দেখতে গিয়েছে। তারা জানে তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি। তারাও তো আমাদের বন্ধু।’

শোয়েবের ভিডিওতে অবশ্য পরে দেখা যায় অন্য দুই জন ভারতের ভক্ত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার কাছে ক্ষমা চাচ্ছেন।

ভারতের আরেক গণমাধ্যম জানিয়েছে, ভারতের অন্য আরেক দল ভক্ত স্টেডিয়ামের ঐ ঘটনার জন্য শোয়েবের কাছে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সেমিফাইনালে যেতে যে সমীকরণের সামনে বাংলাদেশ দল

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৩/জেএস/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট