Connect with us
ফুটবল

সংবাদ সম্মেলন বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানাল বাফুফে

ছবি- গুগল

আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে তা বাতিল করে বাফুফে।

এদিকে এদিন দুপুর থেকেই ফেডারেশন ভবনে ছিল সংবাদ মাধ্যম কর্মীদের ভিড়। সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানার চেষ্টা করেছেন সাংবাদিকরা।

এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বাফুফের কোনো কর্মকর্তা কথা না বললেও দুপুরের দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাফুফে। এতে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে, বর্ণিত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এ অবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।’

এর আগে গত মঙ্গলবার বাফুফে সংবাদ সম্মেলন ডেকেছিল। আহ্বানে জানানো হয়েছিল, ‘আগামী জুনে ফিফা উইন্ডোতে বর্তমান বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে জানানোর জন্য বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।’

পরে বুধবার সেই সংবাদ সম্মেলন স্থগিত করে বাফুফে জানায়, ‘বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না, আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

আরও পড়ুন: মেসি-নেইমার বনাম রোনালদোর প্রীতি ম্যাচ কবে কোথায়, দেখবেন যেভাবে

ক্রিফোস্পোর্টস/১৮ জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল