Connect with us
ফুটবল

কুয়েতকে কাঁদিয়ে সাফের ৯ম শিরোপা ঘরে তুলল ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ১৪ আসরের মধ্যে ভারতই ৯টি শিরোপা ঘরে তুলে নিয়েছে। নবম শিরোপা জয়ে উল্লাস। ছবি- গুগল

শিরোপার লড়াই যেমন হওয়ার কথা ঠিক তেমনই হলো সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। চরম উত্তেজনার ফাইনালে ফলাফল বের হলো টাইব্রেকার থেকে।

সাফের ১৪তম এ আসরে কুয়েতকে কাঁদিয়ে নিজেদের নবম শিরোপা ঘরে তুলল ভারত। নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারে জিতে শিরোপা নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কুয়েতকে পেনাল্টি শুট-আউটে ৫-৪ গোলে হারায় সুনীল ছেত্রীরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মাঠে নামে দুদল।

এ দিন ম্যাচের শুরুতেই ভারতকে অবাক করে ফাইনালের প্রথম গোল করে কুয়েত। ১৪ মিনিটে ভারতের শক্তিশালী রক্ষণ ভেদ করে জালে বল জড়ান স্ট্রাইকার শাইব আল খালদি।

শুরুতে গোল খেয়ে আক্রমণে জোর দিলে সহজেই সফলতা পায় ইগর স্টিমাচের শিষ্যরা। ৩৮ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের শটে সমতায় ফেরে সুনীল ছেত্রীর দল।

ভারত বনাম কুয়েত

ভারত বনাম কুয়েত

এরপরই লিড নিতে কাউন্টার অ্যাটাক শুরু করে কুয়েত। গোলের দেখা পেতে মরিয়া দলটি উল্টো প্রথমার্ধের শেষ ৫ মিনিটে ৩টি হলুদ কার্ড দেখে।

১-১ সমতা বিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে দুদলই পাল্টাপাল্টি আক্রমণে যায়, তবে গোলের দেখা পায়নি কেউ। নির্ধারিত ৯০ মিনিটও শেষ হয় দুদলের সমতায়।

পরে ম্যাচের ফলাফল বের করতে নির্ধারিত সময়ে আরও ১৫ মিনিট যুক্ত করা হয়। সেই বাড়তি সময়ও কেটে যায় গোল ছাড়াই। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট-আউটে ভারত প্রথম ৩টি ও শেষ ২টি শটে গোল পায়। ১টি মিস করে। অপরদিকে কুয়েতের প্রথম ও শেষ শটটি মিস হলে শিরোপা স্বপ্ন ভেঙে যায়। ৫-৪ গোলে ট্রফির রেকর্ড গড়ে ভারত। সাফের ইতিহাসে এতো শিরোপা আর কারো নেই।

এদিকে ম্যাচে নির্ধারিত সময়ে দুদলই সমান মাঠ দখলে রেখেছিল। তবে গোল বারে ৬টি শট নিয়েছিল ভারত এর ৪টিই ছিল অন টার্গেট অপরদিকে ১০টি শট নেয় কুয়েত এর মধ্যে দুটি অন টার্গেট থেকে একটি সফলতা আসে। এছাড়া ৪-২-৩-১ প্লেয়ার ফরম্যাশন নিয়ে মাঠে নামে দুদল।

প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। টুর্নামেন্টের অনুষ্ঠিত ১৪টি আসরের মধ্যে ৯টি শিরোপা ঘরে তুলেছে দেশটির ফুটবলাররা। এছাড়া টুর্নামেন্টে টানা শিরোপা জয়ের কৃতিত্বও আবারও গড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অপরদিকে ফাইনালে প্রথম ডেবিউতেই সাফের প্রথম শিরোপা ঘরে তুলার সুযোগ মিস করল কুয়েত।

এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৪টি সাফ চ্যাম্পিয়নশিপের আসরে পাঁচটি দল শিরোপা জিতেছে। এর মধ্যে ভারতই ৯টি শিরোপা ঘরে তুলে। এছাড়া মালদ্বীপ ২টি ও বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা একটি করে শিরোপা জয় করে।

আরও পড়ুন: কলকাতায় ভাঙলো মার্টিনেজের গাড়ি, ফিরতে হলো পুলিশের ভ্যানে

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল