গেল বছর সাফের শিরোপা জিতেছিলেন সাবিনারা। এবার সিনিয়রদের দেখানো পথে হাঁটলেন জুনিয়ররা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নেপালকে ৩-০ গোল ব্যবধানে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত কোনো ম্যাচে হারতে হলো না বাঘিনীদের। প্রথম ম্যাচে এই নেপালের বিপক্ষে জয় পেয়েছিলো ৩-১ গোল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে জয় না পেলেও হারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়েছিলো। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিলো ৫-০ গোল ব্যবধানে।
তাই বাংলাদেশের সুযোগ ছিল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার। সেই সুযোগটিই কাজে লাগানো স্বাগতিকরা। ফাইনালে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে ৪১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বাংলাদেশ। বক্সের ঠিক বাইরে থেকে বল পাঠিয়ে দেন নেপালের জালে। আর অতিরিক্ত সময়ের শামসুন্নাহারের গোলে ব্যবধানে দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধে গোল খুঁজছিল নেপাল। কিন্তু কিন্তু পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। উল্টো ম্যাচের ৮৩তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে হিমালয়ের দেশটি। এ সময় রিপার নেয়া শটে সহজে গোল করেন উন্নতি খাতুন। অতিরিক্ত সময়ে আরও একটি গোল পায় বাংলাদেশ। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে তিনি ফরম্যাটের দল ঘোষণা করল আয়ারল্যান্ড
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৩/এসএ