Connect with us
ক্রিকেট

শীর্ষে থেকে সাফের চ্যাম্পিয়ন রাশিয়া

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বিজয়ী রাশিয়া (ছবি- বাফুফে)

সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে রাশিয়া ২-০ গোলে ভারতকে পরাজিত করে।

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতল। স্বাগতিক বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করল। 

উয়েফার অর্থায়নে সাফের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তাই দক্ষিণ এশিয়ার বাইরে থেকে আমন্ত্রিত দল হিসেবে রাশিয়া খেলেছে।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে। ইউরোপের রাশিয়া থাকায় এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর চেয়ে শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে।

আরও পড়ুন: আইপিএলে ১২ ভারতীয় বোলারের ওপর শর্ত আরোপ করল বিসিসিআই

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট