সোমবার এস্পানিওলকে হারিয়ে ২৭তম লা লিগা ট্রফি ঘরে তুলেছে জাভির শিষ্যরা। এর মধ্য দিয়ে চার বছরের শিরোপা খরা কাটিয়েছে কাতালান জায়ান্টরা।
শিরোপা জয়ের পর থেকেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে বার্সেলোনা। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা মেসিকে নিয়ে কথা বলে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন।
চলতি বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। এর পর মেসির কোন ক্লাবের হয়ে খেলবেন তা নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক ক্লাব বার্সেলোনা ও সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের নাম।
এবার মেসিকে নিয়ে সৌদি আরবকে সতর্ক করে বার্সা সভাপতি বলেছেন, বার্সেলোনা মেসির ঘর।
লাপোর্তা স্প্যানিশ ব্রডকাস্টার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মেসিকে স্বাক্ষর করাতে যে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে বার্সা।
মেসির বার্সায় ফেরার ব্যাপারে লাপোর্তা হয়তো সবুজ সংকেত পেয়েছেন। তাই বোধ হয় সৌদিকে একটু সাবধান করে দিলেন তিনি। বার্সা সভাপতি বলেছেন, সৌদি আরবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বার্সা বার্সায় এবং এটি মেসির ঘর।
আরও পড়ুন: কলকাতায় ভাঙলো মার্টিনেজের গাড়ি, ফিরতে হলো পুলিশের ভ্যানে
ক্রিফোস্পোর্টস/১৬মে২০২৩/এমবি