Connect with us
ক্রিকেট

বিপিএলের মঞ্চে ব্যাটে ঝড় তুললেন সৌম্য

সৌম্য সরকার। ছবি- গুগল

টাইগার ব্যাটার সৌম্য সরকারের ব্যাটে সর্বশেষ কবে ঝড় উঠেছিল? এ প্রশ্নের জবাব পেতে পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি করতে হবে। দেশের ক্রিকেটের একসময়ের ম্যাচ উইনার সৌম্য হারিয়ে গিয়েছিলেন ফর্মহীনতায়।

বছরের পর বছর তিনি নিজেকে মাঠে ফিরে পাচ্ছিলেন না। এবারের বিপিএলে তার ব্যাটিংয়র অবস্থাও ভালো ছিল না। আজকের ম্যাচের আগ পর্যন্ত তার সর্বোচ্চ স্কোর ছিল ১৬। এছাড়া ডাক মেরেছিলেন ২টিতে।

তবে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ডমিনেটর্সের ম্যাচে বদলে গেছে অনেক সমীকরণ।

মিরপুর শেরে বাংলায় দীর্ঘদিন পর দেখা গেল সেই আগ্রাসী সৌম্যকে। ঠিক যেন ২০১৫ সালের সেই সৌম্য সরকার ফিরে এলেন। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করছেন তিনি! তাও এমন এক পরিস্থিতিতে, যখন তার সতীর্থ ব্যাটাররা প্যাভিলিয়নে ফেরার মিছিলে ব্যস্ত। সৌম্য যখন আজ আউট হলেন, তখন তার রান ছিল ৫৭ আর দলের রান ৮৪! এতেই বোঝা গেছে, কী ভয়াবহ বিপর্জয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ!

এদিকে সৌম্যর ৪৫ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার এবং দুটি ছক্কা। দীর্ঘদিন পর সৌম্যর নান্দনিক বাউন্ডারি দেখে মিরপুরের গ্যালারি নেচে উঠল। সবচেয়ে বড় কথা, সৌম্যর ব্যাটিংয়ে আজ দেখা গেছে আত্মবিশ্বাসের ছাপ। যেটা অনেক ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর আগে ডিপিএলের একাদশ থেকে বাদ পড়েছিলেন। এবার বিপিএলেও অনেকে ভেবেছিল, ঢাকার একাদশ থেকে হয়তো বাদ পড়বেন সৌম্য। ঠিক সেই মুহূর্তেই তিনি জ্বলে উঠলেন। এই পারফর্মেন্স তিনি ধরে রাখতে পারবেন তো?

আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট