লিওনেল মেসির সঙ্গে পেরিস সেন্ট জার্মেই-পিএসজি ছাড়ছেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস। পিএসজির জার্সিতে শেষ ম্যাচটি আজ রাত ১টায় ক্লারমঁত ফুটের বিপক্ষে খেলবেন তিনি।
দুই বছরের পিএসজি অধ্যায় শেষে রামোস নিজেই জানিয়েছেন বিদায়ের কথা। শুক্রবার এক টুইটা বার্তায় স্প্যানিশ এই তারকা ফুটবলার লিখেন, ‘আগামীকালের দিনটি আমার কাছে বিশেষ দিন। কাল আমি জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিদায় জানিয়ে দেব। বিদায় বলব পিএসজিকে।’
ফরাসি ক্লাবটির সেরা এই ডিফেন্ডার আরও বলেন, ‘এই দুই বছরের আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, সবাইকে ধন্যবাদ। এবার আমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। নতুন কোনো রঙ গায়ে জড়াবো। পিএসজির জন্য শুভকামনা।’
পিএসজিতে রামোস অধ্যায়:
দুই বছর আগে ২০২১ সালে সার্জিও রামোস ফরাসি ক্লাবটিতে যোগ দেন। যদিও ইনজুরির কবলে পরে তার প্রথম মৌসুমটি সুখকর ছিল না। মাত্র ১৩টি ম্যাচ খেলতে পারেন তিনি। তবে দ্বিতীয় মৌসুমে স্বরূপে ফিরেন এই ডিফেন্ডার। ফরাসি জায়ান্টদের হয়ে দুটি লিগ ওয়ান শিরোপাসহ তিনটি ট্রফি জিতেছেন ৩৭ বছর বয়সী স্পেনিশ এই তারকা ফুটবলার।
ফরাসি এ ক্লাবটির ডিফেন্সের মূল ভিত্তি রামোসের নতুন ঠিকানা কী তা এখনো জানাননি তিনি।
আরও পড়ুন: এবার লুকা মদ্রিচও সৌদি ক্লাবের রাডারে
ক্রিফোস্পোর্টস/৩জুন২৩/এসএ