বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ম্যাচ চলাকালীন সময়ে কিছু সময়ের জন্য অন্ধকারে ডুব দেয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। শুক্রবার খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের মধ্যকার লিগ পর্বের শেষ ম্যাচ চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যায়
টস জিতে ব্যাটিংয়ে নামা বরিশালের ইনিংসের তখন দ্বিতীয় ওভার চলছিল। শফিকুল ইসলাম ওভারের তৃতীয় বলটি করার পর হুট করেই পুরো স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। তখন প্রেসবক্সেও বিদ্যুৎ ছিল না। কয়েক মিনিট পর প্রেসবক্সে আলো জ্বললে উঠলেও মাঠ ছিল অন্ধকার। গ্যালারি ভর্তি দর্শকরা তখন মুঠোফোনের টর্চলাইট জ্বালিয়ে দেন।
ওই মুহূর্তে দুদলের ক্রিকেটারেরা প্রথমে পিচের ওপর দাঁড়িয়ে ছিলেন। তবে আলো জ্বলতে সময় লাগার কারণে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। সেখানেই তারা পরে দাঁড়িয়ে থাকেন। দর্শকদের মুঠোফোনের আবছা আলোকিত হয়েছিল স্টেডিয়াম। এসময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেন তারা।
পরে ৯ মিনিট পর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলে ওঠে। তখন ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন এবং খেলা পুনরায় শুরু হয়।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফিরে ‘মলম বিতর্কে’ জাদেজা
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৩/এসএ