পেসার হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় আয়ারল্যান্ডকে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে পাঁচবার ৯ উইকেটে ম্যাচ জয়ের কীর্তি রয়েছে টাইগারদের।
এদিন হাসান মাহমুদের বোলিং তোপে প্রথমে ব্যাট করে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নেন হাসান।
জবাবে ১৩ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ১০২ রান তুলে ২২১ বল হাতে রেখে বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। লিটন ৫০ ও তামিম ৪১ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি রিরিজের দল ঘোষণা, বাংলাদেশ স্কোয়াডে আছেন যারা
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৩/এসএ