কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এ মিশনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে লিওনেল মেসি। বিশ্বকাপের পরেও ভাল ফর্মে রয়েছে এই আর্জেন্টাইন।
ফর্মে থাকলেও ইতোমধ্যে তিনি জানিয়েছেন আগামী বিশ্বকাপে খেলবেন না। এরমাঝে নতুন এক সংবাদে জানা গিয়েছে, জাতীয় দল থেকে এক বছরের জন্য ছুটি চেয়েছেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার কাছে উক্ত ছুটির জন্য আবেদন করেছেন তিনি।
সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। সেখেনে সপরিবারে স্থায়ী হতে চান তিনি। এরআগেও ক্লাব পাল্টেছেন কিন্তু সেটি ছিল একই মহাদেশে। কিন্তু যুক্তরাষ্ট্র ভিন্ন মহাদেশে অবস্থিত। সেখানকার ভাষা, সংস্কৃতি, জীবন সবকিছু আলাদা। সন্তানদের পড়াশোনা, সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। সেজন্য তিনি জাতীয় দল থেকে এক বছরের ছুটি চেয়েছেন।
সংবাদ মাধ্যমটির দাবি, মেসির এমন ছুটির আবেদনে অবাক হয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট। তবে ছুটির বিষয়টি তারা গুরুত্ব সহকারে ভাবছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: এবারের বিপিএলের সম্ভাব্য সময় নির্ধারণ, দল বাড়ার আভাস
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৩/এমএ