Connect with us
ফুটবল

১৮ বছরেই বার্সেলোনায় আসছেন ব্রাজিলের নতুন তারকা

১৮ বছর বয়সী স্ট্রাইকার ভেটর রকি। ছবি- গুগল

ব্রাজিলের উদীয়মান তারকা ভেটর রকি। বয়স মাত্র ১৮। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় সুযোগ পাওয়া রকিকে বেছে নিতে একটুও ভুল করেনি স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ব্রাজিলের অ্যাথলেটিকো পারানেনসের হয়ে খেলছেন রকি।

স্পেনের সংবাদমাধ্যম এএস’এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১৮ বছর বয়সী স্ট্রাইকার ভেটর রকিকে দলে নিতে ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে ছেড়ে দিচ্ছে বার্সা। খরচ করতে হচ্ছে ৩ কোটি ইউরো। যার বাংলাদেশি মুদ্রা প্রায় ৩১৮ কোটি টাকা।

ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার ভিতর রকিকে টানতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানেনসের এই তারকাকে নিতে ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে ছেড়ে দিচ্ছে বার্সা।

ফেরান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বার্সা। সেই সঙ্গে আরও দুজনকে বিক্রির পরিকল্পনাও চলছে। তারা হলেন- এরিক গর্সিয়া, আনসু ফাতি।

রকিকে ফোন দিয়ে বার্সাতে স্বাগত জানিয়ে কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, বার্সার জার্সিতে রকির ওপর ভরসা রাখবেন তিনি। জাভির ফোনকল পেয়ে উচ্ছ্বসিত রকি।

জানা গেছে রকির সঙ্গে বার্সার চুক্তি হতে যাচ্ছে ২০৩০ সাল পর্যন্ত। বেতন হিসেবে প্রথম মৌসুমে রকি পাচ্ছেন ৩৫ লাখ ইউরো। এছাড়া চেলসি, ম্যানইউ ও পিএসজি ১ কোটি ইউরোতে নিতে চাইলেও বার্সাতেই খেলতে চেয়েছেন রকি।

আরও পড়ুন: ৪৭৪ কোটি টাকায় বিশ্বকাপজয়ী তারকাকে আনলো পিএসজি

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল