Connect with us
ফুটবল

২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

Fifa worldcup2026
২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো (ছবি-গুগল)

আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে তিন দেশ- যথাক্রমে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন- ফিফা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের লোগে উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ব্রাজিলীলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

এদিকে এই লোগোর ব্যাকগ্রাউন্ডে ‘২৬’ টাইফোগ্রাফির ওপর বিশ্বকাপের শিরোপা বসানো হয়েছে। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ লোগোতে অফিসিয়াল এ ট্রফি ব্যবহার করা হলো। এদিন অনুষ্ঠানে ফিফা সভাপতি সবাইকে ‘উই আর ২৬’ ক্যাম্পেইনের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। ‘উই আর ২৬’ দিয়ে ফিফা বুঝিয়েছে ‘মানুষ, সম্প্রদায় ও স্থানকে’।

Fifa worldcup2026

যেহেতু আগামী বিশ্বকাপ তিনটি দেশজুড়ে হবে, তাই সবগুলো স্থানের পাশাপাশি তাদের সম্প্রদায় ও মানুষকে এই ক্যাম্পেইনে যুক্ত করেছে ফিফা।

অনুষ্ঠানে ফিফা সভাপতি বলেন, এটা মূলত সেই মুহূর্ত যখন তিনটি দেশ ও একটি পুরো মহাদেশ একসঙ্গে বিশ্বকে আমন্ত্রণ জানায়; সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য পুরো বিশ্বকে স্বাগত জানায়।

আরও পড়ুন: রিয়াল-বার্সার ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১৮মে২০২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল