Connect with us
ফুটবল

২০২৬ ফুটবল বিশ্বকাপ মহাযজ্ঞের সূচি চূড়ান্ত, যেমন হবে আয়োজন

Fifa worldcup2026
২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি (ছবি গুগল)

আলোচনায় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা- এই তিন দেশে অনুষ্ঠিত হবে আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এআসরে অংশ নেবে ৪৮টি দল। প্রথম বারের মতো বিশ্বকাপে এতো বেশি দল অংশ নেবে। প্রতি গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে ভাগ হয়ে মাঠে গড়াবে ম্যাচ।

এতে প্রতি গ্রুপের সেরা দুদল যাবে পরের রাউন্ডে। এতে আরও যোগ দেবে ১২ গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ ৮টি দল। সবমিলে ৩২ দল নিয়ে মাঠে গড়াবে রাউন্ড অব থার্টি টু। সেখান থেকে সেরা ১৬ দল নিয়ে হবে রাউন্ড অব সিক্সটিন। পরে সেরা ৮ বলের কোয়ার্টার শেষে ৪ দলের সেমি ফাইনাল। এরপর ফাইনাল ম্যাচ। 

Fifa worldcup2026

ফুটবল মহাযজ্ঞের পর্দা ওঠবে ২০২৬ সালের ৮ জুলাই। মোট ৫৬ দিন ধরে চলবে ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। আগামী বিশ্বকাপের ফাইনালের তারিখও চূড়ান্ত করেছে ফিফা। ২০২৬ সালের ১৯ জুলাই হবে সোনালী ট্রফির লড়াই। খবর-স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

প্রসঙ্গত, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে ২৪টি করে দল অংশ নেয়। ১৯৯৮ থেকে তা বেড়ে হয় ৩২ এবার তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দলে।

আরও পড়ুন: ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন 

ক্রিফোস্পোর্টস/১৮মে২০২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল