২০০৫ সালে দলের ব্যাকআপ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড সফরে যান তিনি। সেখান থেকে ধীরে ধীরে হয়ে উঠেছেন টাইগার ক্রিকেটের ভরসায়। মাত্র ১৬ বছর ২৬৭ দিন অভিষেক হওয়া ছোট্ট সেই কিশোরের আর কেউ নন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
অভিষেকের পর প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে ৬৩ রানের ইনিংস, এরপর নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন মুশফিক।
১৯৮৭ সালের আজকের এই দিনে জন্ম গ্রহণ করে তিনি। ১৬ বছরে অভিষেক হওয়া মুশফিক আজ পা দিলেন ৩৬-এ।
বাংলাদেশ দলকে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা।
বাংলাদেশ দলকে ৩৭ ওয়ানডে, ৩৪ টেস্ট ও ২৩ টি-২০ তে নেতৃত্ব দিয়েছেন মুশফিক।
এখন পর্যন্ত ২৪৫ ওয়ানডে খেলে ৭০৪৫ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক সে।
সাদা পোশাকে ৮৫টি ম্যাচ খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল। রান করেছেন ৫৪৯৮। রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২৬ হাফ সেঞ্চুরি। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে ৩টি ডাবল সেঞ্চুরি তার।
এছাড়া ১০২টি টি-২০ ম্যাচ খেলে রান করেছেন ১৫০০। এই ফরমেট থেকে ২০২২ সালে অবসন নিয়েছেন তিনি।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মোস্তাফিজুর রহমান
ক্রিফোস্পোর্টস/৯মে২০২৩/এসএ