Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ সূচিতে পরিবর্তন

Bangladesh national football team
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি - গুগল

বাংলাদেশ ফুটবল দলের আগামী মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচের সূচিতে পরিবর্তন হয়েছে। আগের সূচি অনুযায়ী ফিলিস্তিনের বিপক্ষে ২১ তারিখে হোম ও ২৬ তারিখ অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু সেই সূচিতে পরিবর্তন এনে এবার আগে অ্যাওয়ে ম্যাচ খেলার পরে হোম ম্যাচ খেলতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।

আজ (রবিবার) বাফুফের সভা শেষ করে তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। নাবিল বলেন, ফিলিস্তিন আমাদের তারিখটা অদলবদল করতে অনুরোধ করায় সেটি আমরা ফিফার সাথে কথা বলে ঠিক করেছি। আর এর মাধ্যমে আমরা নিজেরাও উপকৃত হবো কারণ ম্যাচের আগে সৌদি আরবে আমাদের দুই সপ্তাহের ক্যাম্প রয়েছে। ক্যাম্প শেষে কুয়েতে গিয়ে আমরা ম্যাচটি শেষ করে একেবারে দেশে ফিরে আসতে পারবো। এরপর ২৬ তারিখ তাদের বিপক্ষে আবার হোম ম্যাচ খেলা রয়েছে আমাদের।’

হোম ম্যাচ জামালরা ঘরের মাঠে খেললেি ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা কুয়েতে অনুষ্ঠিত হবে। কারণ নিজেদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির দরুণ ফিলিস্তিন তাদের হোম ম্যাচগুলো অন্য দেশে খেলে থাকে।

২ মার্চ সৌদি আরবে গিয়ে ২ সপ্তাহের ক্যাম্প শেষ করে সেখান থেকে কুয়েতে যাবে বাংলাদেশ দল। সৌদি আর কুয়েত পাশাপাশি দেশ হওয়ায় সূচি পরিবর্তনে বাংলাদেশও লাভবান হবে বলে জানা নাবিল। সৌদি আরবে প্রীতি ম্যাচ খেলতে চায় জামাল ভূঁইয়ার দল।

সৌদি আরবে ক্যাম্প করতে গেলে সেখানকার বিমান ভাড়াটা শুধু বাফুফেকে বহন করতে হবে। এছাড়া সেখানে অনুশীলন ক্যাম্পের সকল খরচ বহন করবে সৌদির ফুটবল ফেডারেশন। দু সপ্তাহের ক্যাম্পটি হবে সৌদির আল তায়িফ শহরের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে। নাবিল আহমেদ আরও আশা ব্যক্ত করেন যে, অনুশীলনকালীন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য সৌদি ফেডারেশন দু’টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে।

আরও পড়ুন: অবসর নিয়ে কি বললেন সাকিব?

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল