পরিবারের পাঁচ ভাই-বোনের জন্য হন্য হয়ে ঘুরতেন প্যারিসের রাস্তায়৷ আবর্জনার স্তূপ থেকে ময়লা কুড়িয়ে চালাতেন পরিবার৷ এভাবেই কেটে যেত পারতো এনগোলো কান্তের জীবন৷
সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে ফুটবলে মগ্ন হতেন। সেই ফুটবল প্রেম আজ এনগোলো কান্তেকে করেছে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে৷
কান্তে শুরুতে নাম লেখান ফ্রান্সের অপেশাদার একটি ফুটবল ক্লাবে৷ পরে বেলোন ও কায়ে হয়ে পাড়ি জমান লেস্টার সিটিতে৷ যা মোড় ঘুরিয়ে দেয় এনগোলো কান্তের জীবন গল্পের৷
২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটি প্রথম বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে৷ শিরোপা জয়ের অন্যতম বড় নায়ক ছিলেন লেস্টার সিটির মাঝ মাঠের রাজা এনগোলো কান্তে৷
ট্যাকেল, রানিং কিংবা পাসিংয়ে ফুটবল বিশ্বকে মুগ্ধ ২০১৮ বিশ্বকাপ জয়ে ফ্রান্সের মাঝ মাঠের ভরসার জায়গা ছিলেন কান্তে৷
ইউরোপীয় ফুটবলের পাঠ চুকে পাড়ি জমান সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তেহাদে৷ ইত্তেহাদ থেকে বছরে ১০০ মিলিয়ন ইউরো আয় করেন৷ যা রোনালদো, নেইমার, বেনজেমার পর সর্বোচ্চ আয়৷
ক্তিজীবনে মোটেও বিলাসী নন কান্তে৷ আয়ের প্রায় পুরোটা ব্যয় করেন পিতৃভূমি মালির স্কুল, হাসপাতাল ও অনগ্রসর এলাকায়৷
শুধু তাই নয়, কখনো হাসপাতালে ছুটে যান তার এক অসুস্থ ভক্তকে দেখতে, আবার কখনো ভক্তদের দাওয়াতে যান তাদের বাসায়৷
এমন কান্তেকে ভালোবাসতে আপনি বাধ্যই হবেন৷ একজন ফুটবলার হিসেবে কান্তে সেরা তো বটেই তবে সবকিছু ছাপিয়ে একজন মানুষ হিসেবে কান্তে আরো সেরা৷
Thanks for Watching
Fill in some text
For more sports updateplease visit www.crifosports.com