চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঘনিয়ে আসলেও এখনও ধোঁয়াশা কাটেনি আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে। কেননা বৈশ্বিক এই টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারত সেখানে খেলতে যেতে চায় না। তাদের চাওয়া এই টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে, যাতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের বাইরে। কিন্তু এমন প্রস্তাব মানতে নারাজ পাকিস্তান।
আর এতেই বেঁধেছে বিপত্তি। কোন পক্ষই নিজেদের অবস্থান থেকে নমনীয় না হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তবে এবার হয়তো বা আইসিসির হস্তক্ষেপেই এর কোন একটা সমাধান হতে যাচ্ছে। এরই মধ্যে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর আইসিসির তরফ থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যেখানে উপস্থিত থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড– পিসিবির কর্তাব্যক্তিরা। সেই বৈঠক থেকে আসতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের বিষয়েই সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেই জরুরি বৈঠকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড় থাকলেও, এবার সম্ভবত কিছুটা নমনীয় হয়ে আসতে পারে তারা। কেননা ভারত যদি এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে, তবে ক্ষতির মুখে পড়বে আইসিসি ও পাকিস্তান উভয়ই।
আরও পড়ুন:
» যে কারণে হামজাকে পেতে দেরি, সর্বশেষ যা জানা গেল
» সন্ধ্যায় মাঠে নামবে সাকিবের দল, খেলা দেখবেন যেভাবে
অবশ্য অনেকে মনে করছেন শেষ বেলায় আরো একবার নিজেদের প্রস্তাবের কথা জোরে সোরে তুলে ধরবে পাকিস্তান। যেখানে তারা আগেই জানিয়েছিল ভারতের ম্যাচগুলো আয়োজন হতে পারে সীমান্ত এলাকার কাছাকাছি। যাতে ভারতীয় ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলে সেদিনই ফিরে যেতে পারে নিজ দেশে।
এর আগে ২০২১ সালেই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক স্বত্ব পেয়েছিল পাকিস্তান। তখন কোন দেশের আপত্তি না থাকায়, পাকিস্তান টুর্নামেন্টের কথা মাথায় রেখে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির ভেন্যু প্রস্তুতের কাজ শুরু করে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্টেডিয়াম গুলোকে ঢেলে সাজাতে বড় অংকের বিনিয়োগও করেছে পিসিবি।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এফএএস