সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল-২০২৫ এর মেগা নিলাম। যেখানে প্রতিবারের ন্যায় এবারও থাকছে খেলোয়াড়দের দাম নিয়ে টানটান উত্তেজনা। তবে সব কিছু ছাপিয়ে এখন প্রশ্ন কে হতে যাচ্ছেন আইপিএল-২০২৫ এর সবচেয়ে দামি খেলোয়াড়? নিলামে কাদের ওপর নজর থাকবে ফ্রাঞ্চাইজিগুলোর?
আইপিএলের নিয়ম অনুযায়ী ৫ জনের বেশি খেলোয়াড়কে রিটেইন করতে পারবে না কোনো দল। ফলে এবার অনেক ফ্রাঞ্চাইজিকে ছেড়ে দিতে হয়েছে তাঁদের নামি দামি ক্রিকেটারদের। এবার সেই সকল ক্রিকেটারদের কিনতে হাড্ডাহাড্ডি লড়াই হবে মেগা নিলামে।
গত আসরে আইপিএল ইতিহাসের সব রেকর্ড ভেঙে ২৪.৭৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার সেই রেকর্ডও ভেঙে যাওয়ার সম্ভাবনা হাতছানি দিচ্ছে। তাছাড়া ইতোমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হেনরিখ ক্লাসেনকে দলে রাখতে ২৩ কোটি রুপিরও বেশি দাম ডাকতে পারে অন্য ফ্রাঞ্চাইজিগুলো।
এবারের নিলামে কাদের ওপর নজর থাকবে ফ্রাঞ্চাইজিগুলোর? চলুন জেনে নেওয়া যাক-
ঋষভ পন্ত: দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দামের আলোচনা নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারায় এবার মেগা নিলামে নাম উঠাতে যাচ্ছেন ঋষভ পন্ত। ফলে অনেক বিশ্লেষকের মতে তিনি হতে পারেন এবারের নিলামে অন্যতম দামি খেলোয়াড়। ভিত্তি মূল্য ২ কোটি রুপি হলেও তাঁর দাম ২০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। পন্ত সবার থেকে সেরা নন তবে তাঁর ইফেক্টিভ ব্যাটিং তাঁকে অনন্য করে তুলেছে। ফলে দলগুলোর নজর থাকবে তাঁর উপর।
আরও পড়ুন:
» দল গোছানোর কাজ মিরাজদের, পরামর্শ দিতে চান ফারুক
» মুশফিককে ঘিরে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
শ্রেয়াস আইয়ার: ঋষভ পন্তের মতো এবারের নিলামে অন্যতম নাম শ্রেয়াস আইয়ার। ২০২২ সালে ১২.২৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স যোগ দেন। এরপর চোটে জর্জরিত হয়ে আইপিএল-২০২৩ আসর মিস করলেও আইপিএল-২০২৪ এ অধিনায়ক হিসেবে কলকাতাকে শিরোপা জিতিয়েছেন তিনি। তবে এবার কলকাতা তাঁকে ছাড়তে চায়নি। মূলত দলের সঙ্গে দাম নিয়ে সমঝোতা করতে না পারায় তিনি নিলামে নিজের নাম তুলেছেন। এবারের নিলামে এই মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে চলতে পারে ব্যাপক দরকষাকষি।
মিচেল স্টার্ক: গত আসরে ছিলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদ ২০.৫০ কোটি রুপিতে প্যাট কামিন্সকে দলে নেওয়ার কয়েক মিনিট পরে ২৪.৭৫ কোটি রুপিতে স্টার্ককে কিনে তাক লাগিয়ে দেয় কলকাতা। গত আসরে দলের হয়ে প্রথম রাউন্ডে জ্বলে উঠতে না পারলেও প্লে অফের ম্যাচগুলোতে ছিলেন অনন্য।
নিজের শেষ বয়সে এসে ফ্রাঞ্চাইজি লিগে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন তিনি নিজেই। ম্যাচের পরিস্থিতি বুঝে বৈচিত্র্যময় বোলিং করতে বেশ পটু এই ক্রিকেটার। ফলে এবার ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে টানতে আগ্রহী থাকবে যেকোনো ফ্রাঞ্চাইজি দল।
লোকেশ রাহুল: এবারের নিলামে আরেক বড় নাম লোকেশ রাহুল। প্রতি আসরেই নিজের নামের প্রতি করেন সুবিচারও। আইপিএল-২০১৮ মৌসুম থেকে আইপিএল-২০২৩ প্রতি মৌসুমে ৫০০ রানের বেশি সংগ্রহ করেছেন। যদিও তাঁর স্ট্রাইক রেট নিয়ে কিছুটা প্রশ্ন উঠলেও তিনি তাঁর ধারাবাহিকতা দিয়ে নিজেকে উন্নত করেছেন। রাহুলের ভিত্তিমূল্য ২ কোটি রুপি হলেও নিলামে তাঁকে উচ্চ মূল্যেই কিনতে পারে যেকোনো ফ্রাঞ্চাইজি। যদিও সম্ভাবনা রয়েছে রয়েল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেওয়ার। এই মুহূর্তে অভিজ্ঞতাসম্পন্ন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার প্রয়োজন আরসিবির। যেখানে রাহুল হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান।
আরও পড়ুন:
» আইপিএল-২০২৫ নিলাম : কবে কখন? সরাসরি দেখবেন যেভাবে
» ২০২৫ আইপিএলের নিলামে সর্বোচ্চ বাজেট পাঞ্জাবের, বাকিদের কত?
জস বাটলার: ৩৪ বছর বয়সী বাটলার আইপিএল-২০১৮ মৌসুম থেকেই খেলছেন রাজস্থান রয়ালসের হয়ে। এসময়ে তিনি হয়েছেন তিনি মূলত টপঅর্ডার ব্যাটার হিসেবে খেলেছেন। যেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আইপিএল-২০২২ আসর থেকে টপঅর্ডার ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বাটলার। এসময়ে তিনি ১৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করে মেরেছেন চতুর্থ সর্বোচ্চ ৭১টি ছক্কাও। এছাড়াও শুধু ব্যাটার হিসেবে নয় বরং একজন অধিনায়ক হিসেবেও বেশ দক্ষ বাটলার। ফলে ফ্রাঞ্চাইজিগুলোর বিশেষ নজর থাকবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়কের উপর।
আর্শদীপ সিং: আইপিএলের অন্যতম সফল বোলার আর্শদীপ সিং। তিনি ডেথ ওভারে বেশ কার্যকরী একজন বোলার। ডেভ ওভরে ভুবনেশ্বর কুমার (৬৪), নটরাজন (৬১) এর পরে তৃতীয় সর্বোচ্চ (৫০) ইয়র্কার দেওয়া বোলার আর্শদীপ। গত তিন মৌসুমে ডেথ ওভারে বল করে হার্ষেল প্যাটেলের (৫০) পর দ্বিতীয় সর্বোচ্চ ২৮ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া পাওয়ারপ্লেতেও এই বোলার বেশ কার্যকরী ভূমিকা রাখে। এসময়ে বল করে ২৪টি উইকেট তুলে নিয়েছেন এই বোলার। যা এই সময়ে চতুর্থ সর্বোচ্চ। সুতরাং ডেথ ওভার এবং পাওয়ার প্লে উভয় সময়ে বেশ কার্যকরী এই বোলারের উপর বিশেষ নজর থাকবে ফ্রাঞ্চাইজি দলগুলোর।
লিয়াম লিভিংস্টোন: টি-টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটারদের মধ্যে তিনি অন্যতম। তবে মাঝের ও শেষের ওভারগুলোতে তিনি আরও ভয়ংকর হয়ে ওঠে। গত তিন মৌসুমে এসময়টাতে তিনি ব্যাট করেছেন ১৯১.৬৬ স্ট্রাইকরেটে। তার উপরে আছেন শুধু সূর্য কুমার যাদব (১৯৩.৮৫) এবং হেনরিখ ক্লাসেন (১৯২.৪০)। শুধু ব্যাটিংই নন বল হাতেও বেশ কার্যকরী লিভিংস্টোন। একইসাথে লেগ স্পিন ও ফিঙ্গার স্পিনে বেশ পটু তিনি। তাঁর এই অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে এবারের নিলামে তাঁকে বেশি দামে কিনতে আগ্রহী হতে পারে বেশ কিছু ফ্রাঞ্চাইজি।
আরও পড়ুন:
» আইপিএল মেগা নিলাম : চেন্নাইয়ের রাডারে আছেন যারা
» আইপিএল-২০২৫ এর পর্দা উঠবে কবে জানাল বিসিসিআই
ফিল সল্ট: টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম মারকুটে ব্যাটার ফিল সল্ট। শুধু তাই নয় বরং আইপিএলেরও অন্যতম হার্ড হিটার ব্যাটার তিনি। গত আসরে তাঁর পাওয়ার হিটিং দেখে অনুপ্রাণিত হয়ে ব্যাটিংয়ে ভালো করেছিলো সুনীল নারিনও। ২০২২ সালের পর টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ট্রাভিস হেডের পর দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট সল্টের। ১৬৩.৭৭ স্ট্রাইক রেটে ব্যাট করে ১৩১ ইনিংসে করেছেন ২৪৫০ রান।
এছাড়াও বাউন্ডারি মারতেও কম করেন না এই পাওয়ার হিটার ব্যাটার। প্রতি বলের জন্য বাউন্ডারির মারার গড় জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (২.০৪) বেশি। এরপর রয়েছে সল্ট (২.৬১)। প্রতি ছক্কা মারার জন্য বলের গড়েও (৮.৭৭) রয়েছেন দ্বিতীয় স্থানে। যেখানে ম্যাকগার্কের গড় (৫.০৫)। ফলে সল্টের মতো এমন মারকুটে ব্যাটারের দিকে নজর থাকবে সকল ফ্রাঞ্চাইজি দলগুলো।
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক: গত আসরে দিল্লির হয়ে পুরো আইপিএল কাঁপিয়েছে ২২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটার। তাঁর এমন মারকুটে ব্যাটিং ও বাউন্ডারি মারার দক্ষতা তাঁকে বেশি এগিয়ে রাখবে এবারের নিলামে। এছাড়াও তিনি লিস্ট এ ক্যারিয়ারে ২৯ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন এবি ভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরি করার রেকর্ড। ফলে এমন ক্রিকেটারকে দলে পেতে চাইবে যেকোনো ফ্রাঞ্চাইজি দল।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এসআর/বিটি